নিজস্ব প্রতিবেদন: মাঘের প্রথম দিনেই শীত লাগ বাঘের গায়ে! জাঁকিয়ে শীত পড়ল রাজ্যজুড়ে। মঙ্গলবার থেকে পারদ নামতে শুরু করে। একধাক্কায় কমে যায় ৬ ডিগ্রি তাপমাত্রা। মঙ্গলবার তাপামাত্রা ছিল ২০ ডিগ্রি। ১৮ ডিগ্রি পার করে  সেই তাপমাত্রা কমে আজ শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি।   আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৮৩ শতাংশ , সর্বনিম্ন ৫১ শতাংশ। 


শীত ফিরলেও একদম থিতু হচ্ছে না। তাই সুন্দরী শীতের কপালে জুটছে ‘কুৎ-শীত’ থেকে শুরু করে আরও কতকি। খেজুরের রস, খেজুর পাটালিতেও নাকি ভেজাল ঢুকে পড়েছে বলে দাবি খাদ্য রসিকদের। উত্তরের ৫ জেলায় শৈতপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।