নিজস্ব প্রতিবেদন: পূর্বাভাস সত্যি করে ধেয়ে এল কালবৈশাখী। দিন কয়েকের তীব্র দহনের পর কিছুটা স্বস্তি ফিরল রাঢ়বঙ্গে। শনিবার বেলা ৪টের কিছু পরে ঝড় বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের একাংশে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার বিকেলে গাঙ্গেয় বঙ্গে ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই অনুমান সত্যি করে শনিবার বিকেলে ধেয়ে আসে স্বস্তির কালবৈশাখী। ঝড় ওঠে বীরভূমের বোলপুর, দুবরাজপুর, ইলামবাজার, সিউড়ি, বাঁকুড়ার ছাতনা ও গঙ্গাজলঘাঁটিতে। হালকা ঝড়বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও। 


'আদালতকে অবমাননা করা হচ্ছে', কমিশনের বিরুদ্ধে ফের হাইকোর্টে বিজেপি



ওদিকে বাতাসের গতিবেগ বাড়ায় জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দিঘার সৈকতে। সেখানে পর্যটকদের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।