নিজস্ব প্রতিনিধি:  মেঘের কাঁটা আর নেই। বৃষ্টির বালাইও নেই। সোমবার দুপুরের পর থেকে রোদের মুখ দেখেছে রাজ্য। সবই রয়েছে। কিন্তু এখনও শীতের দেখা নেই। বরং তাপমাত্রা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। কিন্তু কেন এই অবস্থা, কবেই বা শীত পড়বে, তার উত্তর দিল মৌসম ভবন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কেরলে রহস্যজনকভাবে মৃত্যু বাঙালি শ্রমিকের, উদ্ধার গলার নলি কাটা দেহ


গভীর নিম্নচাপ শীতের পথে যে যে কাঁটা বিছিয়ে গিয়েছিল, তার কিছুটা সরলেও, সব কটিই যে সরে গিয়েছে, তা বলা যায় না। শক্তি হারিয়ে সরে গেলেও, বাতাসে জলীয় বাষ্প রেখে গিয়েছে নিম্নচাপ। আর তার ফলেই তাপমাত্রা বেড়ে গিয়েছে। বুধবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।


আরও পড়ুন: সময় বাঁচাতে হেলিকপ্টারেই সরকারি কাজ সারলেন মুখ্যমন্ত্রী


তবে আবহাওয়াবীদদের আশা, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। দু-তিন ডিগ্রি পারদ কমে স্বাভাবিক হতে পারে  তাই রাজ্যবাসীকে হতাশ না হওয়ারই পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবীদরা। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।