অয়ন ঘোষাল: ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবারের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন। সামনের সপ্তাহ থেকেই শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে। আজ মূলত পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিক এর উপরে এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা বিদায় রেখা সুলতানপুর পান্না নর্মদাপুরম খরগাঁ ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আগামী দু-তিন দিনে গুজরাট ও মধ্যপ্রদেশের বাকি অংশ এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। বাংলা থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবর মাসের মাঝামাঝি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ আগামী তিন চার দিনে মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম এবং শ্রীলঙ্কা সংলগ্ন এলাকাতে।


দক্ষিণবঙ্গ


আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বেলার দিকে বজ্রবিদ্যুৎসহ অল্প সময়ের জন্য হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। মূলত আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যের দিকে কোনো‌ কোনো  জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি। ১৩ অক্টোবর রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে শুষ্ক আবহাওয়ার শুরু। পরদিন সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়েই শুষ্ক আবহাওয়ার শুরু হবে জলীয় বাষ্পের পরিমাণ কমবে।


উত্তরবঙ্গ


উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। এ সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে আবহাওয়ার কিছুটা পরিবর্তন। শুষ্ক আবহাওয়ার শুরু। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে।


কলকাতা 


সকালের দিকে মূলত পরিস্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ।। দুপুরের পর কখনো মেঘলা আকাশ।  বিকেল বা সন্ধ্যের দিকে এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্প রয়েছে তাই বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি হবে দিনে ও রাতে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 


ভিন রাজ্যে


অতি ভারী বৃষ্টির সতর্কতা কেরালা মাহে কর্নাটকে। ভারী বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ,আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণের বেশ কিছু রাজ্যে।  তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কর্নাটক কেরল ও মাহেতে একটু ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।


আরও পড়ুন, Durga Puja 2024: দুর্গার ত্রিশূলে বিদ্ধ অসুর-রূপী সন্দীপ! বির্তকে প্রতিমা...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)