নিজস্ব প্রতিবেদন: বৃষ্টির যন্ত্রণা থেকে কিছুটা রেহাই। রাজ্যে ফিরছে শীত। আগামী কয়েকদিন রাজ্যের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুকনো থাকবে। কমবে রাতের তাপমাত্রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলিপুর আবহাওয়া দফতরের(Regional Meteorological Centre Kolkata ) পূর্বাভাস, আাগামী ৩ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্র কমতে পারে ৩-৫ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা ও তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।


পশ্চিমী ঝঞ্ঝা বিদায়ের পথে। তাই কমবে তাপমাত্রা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে আগামী দুদিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, কোচবিহার। হালকা বৃষ্টি হতে পারে মালদহে। তাছাড়া আগামী পাঁচদিন রাজ্যের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।


আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যপালকে কিছুটা এড়িয়েই গেলেন মুখ্যমন্ত্রী!


আবহাওয়ার পূর্বাভাস অনুয়ায়ী কলকাতায় রাতের দিকে তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ফলে শীত ভালোরকম পড়বে বলেই আশা করা যায়। আগামী দুদিন এই তাপমাত্রার কমা-বাড়ার তেমন সম্ভাবনা নেই। এর পাশাপাশি, ফেব্রুয়ারির শুরুতে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।


এদিকে, দিল্লির মৌসম ভবনের তরফেও বলা হয়েছে, আগামী দুদিন গুজরাট, বিদর্ভ, উত্তর মধ্য মহারাষ্ট্রে শৈত্যপ্রবাহ বইবে। পরবর্তী ৪ দিন উত্তরভারতের অধিকাংশ রাজ্যে নামবে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবরে হালকা বৃষ্টি হতে পারে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)