Weather Today: দেশে প্রবেশ বর্ষার, রাজ্যেও বৃষ্টির সম্ভাবনা
সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সময় হাওয়ার গতিবেগ কিছুটা বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার হবে বলে জানা গেছে। তাপমাত্রা নতুন করে আগামি ৪৮ ঘণ্টায় বাড়বে না এমটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
অয়ন ঘোষাল: দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে বর্ষা। নির্ধারিত সময়ের তিনদিন আগেই রবিবার কেরলের স্থলভাগে প্রবেশ করেছে বর্ষা।
পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম বায়ুর সক্রিয়তা বেড়েছে বলে জানা গেছে। পার্বত্য এলাকা ছাড়া প্রায় সম্পূর্ণ রাজ্যেই পর্যাপ্ত জলীয় বাষ্প রয়েছে। ফলে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দুই বঙ্গেই সকাল থেকে সন্ধে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে এক অথবা দুদফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ৯০ এর কোঠায় পৌঁছেছে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই প্রবণতা থাকবে বলে জানা গেছে।
রবিবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিলও ৩৪.৭ ডিগ্রি। রাতের তাপমাত্রা ছিলও ২৭.১ ডিগ্রি। বৃষ্টিপাতের পরিমাণ আলিপুরে ৪.১ মিলিমিটার।
সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সময় হাওয়ার গতিবেগ কিছুটা বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার হবে বলে জানা গেছে। তাপমাত্রা নতুন করে আগামি ৪৮ ঘণ্টায় বাড়বে না এমটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানা গেছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।