West Bengal 3rd Phase Election 2021: গোঘাটে ভোটারদের মারধরের অভিযোগ, বাহিনীর `অপব্যবহারে` ক্ষুব্ধ Mamata
ঘটনায় আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: গোঘাট বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। ঘটনায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য,'নির্বাচন কমিশনকে বারবার জানানো সত্ত্বেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে।'
গোঘাটের ৫৯ ও ৬০ নম্বর বুথে মহিলাদের পরিচয়পত্র দেখছিলেন কেন্দ্রীয় বাহিনী। তার প্রতিবাদ করেন শেখ আনসার আলি। তাঁর অভিযোগ,'পরিচয়পত্র দেখতে পারে না বাহিনী। সেটাই গিয়ে বলি। আমাকে মারতে মারতে নিয়ে গেল। আধা সামরিক বাহিনীর কাছে প্রাণভিক্ষা চেয়ে রক্ষা পেলেন।' ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে বাহিনীর বিরুদ্ধে। বলে রাখি, নির্বাচন কমিশন জানিয়েছিল, পরিচয়পত্র দেখতে পারবেন না বাহিনীর জওয়ানরা।
ঘটনায় আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটারে তাঁর প্রতিক্রিয়া,'কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করা হচ্ছে। একাধিকবার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা নীরব দর্শক হয়ে থেকেছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের ভোটারদের প্রভাবিত করছেন উর্দিধারীদের। একটা দলকে ভোট দিতে বলা হচ্ছে।'
সকাল ৯টা পর্যন্ত ৩ জেলায় মোট ভোট পড়েছে ১৪.৬২%।
আরও পড়ুন- WB Assembly Election 2021: একসঙ্গে রান্না করছে TMC-BJP, তৃতীয় দফায় দুপুরের মেনুতে লুচি আর কষা আলুরদম