নিজস্ব প্রতিবেদন: রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ৩০ আসনের জন্য মোতায়েন করা হচ্ছে ৭০০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স। সেই কথাই পুরুলিয়ায় জনসভায় টেনে আনলেন অমিত শাহ। বিজেপি সমর্থকদের তাঁর আশ্বাস, এবার দিদির গুন্ডারা কিছুই করতে পারবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিনা পয়সায় চাল দিই আমরা, বিজেপিকে বলুন ফ্রিতে LPG দিতে: Mamata


অমিত শাহ(Amit shah) বলেন, ভোটের দিন এলেই দিদির গুন্ডারা আপনাদের ভয় দেখায়। এবার আপনারা নির্ভয়ে ভোট দিন। প্রতিটি বুথে থাকবে প্যারা মিলিটারি। দিদির গুন্ডারা কিছু করতে পারবে না। 


পুরুলিয়ায় জলের সমস্যার কথা টেনে এনে শাহ বলেন, এখানকার মানুষ তীব্র জলকষ্টে রয়েছে। দিদির কল্যাণে এখানের মানুষকে ফ্লোরাইডযুক্ত জল পালন করতে হচ্ছে। দুষিত জল পান করার ফলে এখানকার মানুষের ৪০ বছর বয়স হওয়ার পরই কোমর বেঁকে যায়। চুল পেকে যায়। একবার দিদিকে ক্ষমতা থেকে সরিয়ে দিন। এই এলাকায় ১০,০০০ কোটি টাকা খরচ করে বিশুদ্ধ জলের ব্যবস্থা করবে বিজেপি সরকার। ক্ষমতায় এলে ৫ বছরের মধ্যে জেলার নব্বই শতাংশ ঘরে নলের মাধ্যমে জল সরবারহ করা হবে। দিদি চান ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে। বলুন, ভাইপোকে মুখ্যমন্ত্রী চান নাকি শুদ্ধ জল চান? এর জন্য বিজেপি সরকার গড়তে হবে।


আরও পড়ুন-Scam চাইলে দিদি, স্কিমের সরকার চাইলে Modi-কে ভোট দিন: Amit Shah


অমিত শাহ আরও বলেন, মোদী দেশের গরিব মানুষের জন্য ১১৫ বেশি প্রকল্প চালু করেছেন। আর দিদি ১০০ বেশি স্ক্যাম নিয়ে এসেছেন। আপনাদের ঠিক করতে হবে মোদীর স্কিম চান নাকি দিদির Scam। স্কিম চাইলে মোদীজিকে ভোট দিতে হবে। আর স্ক্যাম চাইলে তৃণমূলের অপদার্থ সরকারকে জেতান। নরেন্দ্র মোদী ১৩ কোটিরও বেশি ঘরে গ্যসের সিলিন্ডার দিয়েছেন। আড়াই কোটি মানুষকে ঘর দিয়েছেন। ১০ কোটি মানুষের ঘরে টয়লেট বানিয়ে দিয়েছেন। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুত্ পৌঁছে দিয়েছেন। ৬০ কোটি মানুষকে স্বাস্থ্য বিমা দিয়েছেন। আর দিদি, স্বাস্থ্য বিমা আপনাদের ঘরে পৌঁছাতে দেন না।


আয়ূষ্মান ভারত প্রকল্প নিয়ে শাহ বলেন, দিদি মনে করেন স্বাস্থ্য বিমা মানুষ পেলে মোদীজি(Narendra Modi) জনপ্রিয় হয়ে যাবেন। কতদিন রুখবেন দিদি? আপনাদের বলতে চাই, ২মের পর বাংলায় বিজেপি সরকার হলে আপনাদের ৫ লাখ টাকা বিমা দেওয়া হবে। কৃষকদের অ্য়াকাউন্টে ১৮,০০০ টাকা দেওয়ার কাজ বিজেপি করেছে। জঙ্গলমহলের বিকাশের জন্য জঙ্গলমহল বোর্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছি আমরা। আপনাদের গুরুতর অসুখ করলে কলকাতা যেতে হয়।  সেই সমস্য়া  সমাধানে জঙ্গলমহলে তৈরি হবে এইমস।