নিজস্ব প্রতিবেদন: ২০১৬-তে কংগ্রেসে টিকিটে ভোটে হেরে দলবদল। একুশে টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন দলের জেলা সহ সভাপতি আলি মোর্তুজা খান। এবার বিধানসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনব্রতের গড়ে ফের ভাঙন খাসফুল শিবিরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বিধানসভা ভোটে বীরভূমের মুরারই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ছিলেন আলি মোর্তাজা খান। তৃণমূল প্রার্থী আব্দুর রহমানের কাছে মাত্র ২৮০ ভোটে হেরে যান তিনি। ভোট মিটতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মোর্তাজা। জানা গিয়েছে, একুশের ভোটে টিকিট চেয়ে দলের জেলা নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যে শিকে ছেঁড়েনি। গতবার মুরারই কেন্দ্রে যাঁর কাছে হেরেছিলেন, সেই আব্দুর রহমানকেই ফের প্রার্থী করে তৃণমূল।


আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: নন্দীগ্রামে ভোট-পরবর্তী হিংসা, একাধিক বাড়িতে 'ভাঙচুর', গ্রেফতার ১৪


এদিকে প্রার্থী হওয়ার কয়েকদিন পরেই করোনা আক্রান্ত হন আব্দুর রহমান। হাসপাতালে ভর্তি তিনি। মুরারই কেন্দ্র তৃণমূলের প্রার্থী বদল করা হয়েছে। এদিন মোর্তাজা খান বলেন,  'ভেবেছিলাম নতুন প্রার্থী তালিকা আমার নাম থাকবে। পরে দেখা গেল শিশু রোগ বিশেষজ্ঞ মোশারফ হোসনকে প্রার্থী করা হয়েছে। আমাদের দলের কর্মী-সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। সকলের মতামত নিয়েই নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। ৭  তারিখ মনোনয়ন দাখিল করল'।


আরও পড়ুন: WB Assembly Election 2021: এলাকায় প্রচারে অভিনেতা, আরামবাগে Dev-র রোড শো-তে মানুষের ঢল


এদিন বীরভূমের রাজগ্রামে নিজের অফিসে অনুগামীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সহ-সভাপতি। সেই বৈঠকে সিপিএমের শামসুল কামলিন, কংগ্রেসের মুরারই ২-র ব্লক সহ-সভাপতি দেবপ্রকাশ ধর-সহ অনেকেই উপস্থিত ছিলেন বলে খবর।  মুরারই-র ভোট ২৯ এপ্রিল, অষ্টম দফায়।