নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের মধ্যেই বসছে রাজ্য বিধানসভার দু'দিনের বিশেষ অধিবেশন। ইতিমধ্যেই রাজ্যের একাধিক নেতা করোনা আক্রান্ত হয়েছে। রাজ্যেও সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই। এরকম এক পরিস্থিতিতে  অন্যান্য সাবধানাতার পাশাপাশি বিশেষ স্যানিটাইজিং মেশিন বসাচ্ছে রাজ্য সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা আবহে Personal Loan নেবেন ভাবছেন? এই ক'টা দিক মাথায় রাখলে আপনার লাভ
 
সেপ্টেম্বর মাসের ৯ এবং ১০ তারিখ বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন । গত ১৭ মার্চ বসেছিল শেষ অধিবেশন। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে অধিবেশন বসাতে হবে। তাই সেপ্টেম্বর মাসে এই বিশেষ অধিবেশন । অধিবেশনে সমস্ত বিধায়করা আসবেন এটা ধরে নিয়েই অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে এবার।


বিধানসভার ক্ষমতা অনুযায়ী, ২৯০ জনের বসার ব্যবস্থা করতে হবে, তারা যাতে দূরত্ব রেখে বসতে পারে  তাই গ্যালারিতেও এবার বসার ব্যবস্থা করা হবে বিধায়কদের । বিধায়কদের আসনে এক বেঞ্চে ২-৩ জন বসানো হবে ।


আরও পড়ুন-'শ্বেতপত্র প্রকাশ করুন', বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তাবিত লগ্নির হিসেব চাইলেন রাজ্যপাল


রাজ্য সরকার সূত্রে খবর, প্রত্যেক বিধায়ককে দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজার।


ঢোকার সময় নিয়ে যাওয়া হবে স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে।


কক্ষের ভেতরে থাকবে special sanitizer fuming machine।


বিধানসভার অধ্যক্ষ জানান " সব রকম সতর্কতা মেনে আমরা এই অধিবেশন করব , বিশেষ ব্যবস্থা করা হচ্ছে সবদিকে । বিধায়ক, কর্মচারী সবার কথা ভেবেই ।" বিশেষ কোনো গেস্টকে ঢোকার অনুমতি দেওয়া হবে না।  সবমিলিয়ে অতিমারীতে বিধানসভা বসবে দুদিনের জন্য। ৮ তারিখ হবে সর্বদল বৈঠক ।