ওয়েব ডেস্ক: পাহাড় সফরে দার্জিলিং পৌঁছলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিলীপ ঘোষকে নিয়ে দার্জিলিং শহর প্রদক্ষিণ করে গোর্খা জনমুক্তি মোর্চার গুরুংপন্থীদের বিশাল মিছিল। তবে তার আগে যাত্রাপথে রাজ্য বিজেপি সভাপতিকে কালো পতাকা দেখান বিনয়পন্থীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - অজানা জ্বরে পর পর মৃত্যুতে আতঙ্ক হাবড়ায়


এদিন পাহাড়ে দিলীপ ঘোষের জমায়েতে লাঠি চালায় পুলিশ। এর পর ঘুরপথে দার্জিলিং পৌঁছন তিনি। পথে একাধিক জায়গায় তাঁকে সংবর্ধনা দেন মোর্চার গুরুংপন্থীরা। এক জায়গায় তাঁকে কালো পতাকাও দেখানো হয়। দার্জিলিংয়ে পৌঁছলে দিলীপ ঘোষের নেতৃত্বে মোর্চার গুরুংপন্থীদের বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।



পাহাড়ে পৌঁছে বুধবারই বহিষ্কৃত মোর্চা নেতা বিনয় তামাংকে 'বিশ্বাসঘাতক' বলেন দিলীপ। তার জেরেই এদিনের বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।