West Bengal Co-operative Service Commission recruitment 2019: ওয়েস্টবেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে উল্লেখিত সমবায় সংস্থাগুলিতে ১৮ জন ফিল্ড সুভারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক নিয়োগ করা হবে। শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত জানুন ওয়েস্টবেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WBPSC Motor Vehicle Inspector Recruitment 2019: পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দফতরে একাধিক শূন্যপদে নিয়োগ


যোগ্যতা: যে কোনও শাখায় স্নাতক সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। 


বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ এর মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের সীমায় ছাড় পাবে সংরক্ষিত আসনের প্রার্থীরা। 


প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দুটি পেপারে লিখিত পরীক্ষা হবে। প্রতিটির জন্য সময় দেড় ঘণ্টা করে। পরীক্ষা কেন্দ্র হবে কলকাতা এবং হাওড়ায়। 


আবেদন ফি- ২০০ টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীদের শুধুমাত্র পসেসিং ফি দিতে হবে। নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি দেওয়া যাবে।


আবেদন পদ্ধতি- http://www.webcsc.org/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকা বাঞ্ছনীয়।একজন প্রার্থী একের বেশি পদের জন্য আবেদন করতে পারবে। আবেদনের সময়ে আপলোড করার জন্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট কাছে রাখতে হবে।


আরও পড়ুন: মাধ্যমিকে ও উচ্চমাধ্যমিকের শেষ মুহূর্তে প্রস্তুতি হোক আঁটোসাঁটো, রইল 'লাস্ট মিনিট সাজেশন'


আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে ওপরে দেওয়া ওয়েবসাইটে।