নিজস্ব প্রতিবেদন: সপ্তম দফার ভোটের শুরু থেকেই একের পর এক রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠে আসছে। জানা গিয়েছে, গতকাল (রবিবার) রাতে বোমাবাজি ঘটেছে। ভাটপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের মতিভবনে বোমাবাজির অভিযোগ। বোমের আঘাতে ১৯ বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম অনুরাগ সাউ। তিনি স্নাতকের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটেছে।  বর্তমানে কাঁকিনাড়াজুড়ে বিশাল পুলিসবাহিনী মোতায়েন রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Bengal Election 2021: ভোট শুরুর আগে মুর্শিবাদে রানিনগরে উত্তেজনা, বোমাবাজিতে আহত ১


গত দু-দিন ধরেই এই বোমাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা জানা যায়নি। ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি। গতকাল যখন বোমা পড়ছিল, তখন ওই ছাত্র দেখতে বেরিয়ে ছিল, কী ঘটছে? কেন এত আওয়াজ হচ্ছে? সেই সময়ই তার গায়ে এসে বোমা লাগে। তারপর তাঁকে নিয়ে ভাটপাড়া রাজ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায়, ঘটনাস্থলেই তিনি মারা গিয়েছেন।


আরও পড়ুন-Live Updates: সপ্তম দফার ভোট শুরুর আগেই উত্তেজনা জেলায় জেলায়


 ভোট কেটে যাওয়ার পরও বোমাবাজির ঘটনা উত্তপ্ত ভাটপাড়া। স্থানীয়রা জানাচ্ছেন,  প্রত্যেকদিনই কোথাও না কোথাও বোমাবাজি  হচ্ছে সেই এলাকায়।  এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিস কোনও পদক্ষেপ করেনি বলে খবর।