নিজস্ব প্রতিবেদন: মতুয়াদের হাতে কালি দিয়ে বোতাম টিপতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, বুথে উপস্থিত এক তৃণমূল কর্মী  জয়বেদ শিল বুথ থেকে বের করে দিয়েছে তাঁদের। এরপর, তাঁদের বাড়ি পৌঁছে যান শ্রাবন্তী চ্যাটার্জি। ঘটনাটি ঘটেছে ১২৬ নং ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রাবন্তী ওই মতুয়াদের বাড়ি যান। সেখানে গিয়ে ঘটনা বিস্তারিতভাবে জানতে চান তিনি। তাঁরা জানিয়েছেন, আমারা থাকি ঠাকুরনগরে। কিন্তু এখানে রয়েছে আমাদের পুরোনো বাড়ি। ভোটার তালিকাতেও নাম রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ভোট দিতে দেওয়া হয়নি। আমাদের ৪ পুরুষ এই বিধানসভা কেন্দ্রেই ভোট দিয়ে আসছে। 


এরপর বিজেপির কর্মীদর সঙ্গে ওই ৪ মতুয়াকে নিয়ে যান বুথে। সেখানে  জয়বেদ শিলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রাবন্তী। তারপর, তিনি যাচাই করে দেখেন সত্য়ি ভোটার তালিকায় রয়েছে ওই ৪ জনের নাম। তারপরই ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।   


বেহালা পশ্চিমে হাই প্রোফাইল আসন থেকে মুখোমুখি লড়ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।