নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশন (Election Commission) ও পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একই সঙ্গে জানিয়ে দিলেন,''কাল নিশ্চিত খেলা হবে।'' সকালে কমিশন-বাহিনীর সঙ্গে লুকোচুরি নিয়ে বীরভূমের জেলা সভাপতির সাফ কথা, বিশ বছর আগের গাড়ি আনলে টানতে পারি নাকি!      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমিশনে একাধিক অভিযোগ করলেও পদক্ষেপ করা হচ্ছে না বলে এ দিন অভিযোগ করেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর কথায়,''নির্বাচন কমিশনের পুলিসের কাছে এত দরখাস্ত দিয়েছি। একটা বিজেপির লোককে ডাকা হয়নি। যাঁরা তৃণমূলের ব্যাজ, পতাকা নিয়ে তলায় তলায় বিজেপি করত, তাঁদের ডেকেছে। এতে মঙ্গলই হয়েছে। তাঁরাও বলছে, কী ভুল করেছি রে, এ তো সাংঘাতিক দল! ইলেকশন কমিশনের পুলিস কী কারণে ডেকে নিয়ে থানায় বসাচ্ছে? ইলেকশন কমিশনের পুলিস বাড়ি বাড়ি ফোন করে ডেকে পাঠাচ্ছে। থানায় বসিয়ে রাখছে। শান্তিপূর্ণ ইলেকশন হবে। মারামারি, ঝগড়া হবে না, এটা দেখার কথা পুলিসের। এই ধরনের নোংরামি কেন? তার মানে ওরা যে হেরে গিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে।'' তিনি আরও বলেন,''একদিকে ভালো, মানুষ এককাট্টা হয়েছে। বলছে এ নোংরামি জীবনে দেখিনি। চল তৃণমূলকে ভোট দে।''


জনৈক গোপাল শেখের বিরুদ্ধে অভিযোগ করেছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি (TMC District President)। বলেন,'প্রকাশ্যে ১০জন ছেলে ও চেম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসপিকে বলেছিলাম গ্রেফতার করো। এখনও গ্রেফতার করেনি। আমি চাই ভোট শান্তিপূর্ণ হোক, যেমন শান্তিপূর্ণ ভোট বীরভূমে হয়।''


সকালে বাহিনী ও কমিশনের সঙ্গে লুকোচুরি নিয়ে অনুব্রতর (Anubrata Mondal) মন্তব্য, আমি সকাল থেকে বেরিয়ে যা করার করেছি। যতই পুলিস নোংরামি করুক, ১১টায় ১১টা জিতব। আমার গাড়ি একইভাবে চলছিল। তারাপীঠে থামতে হল। ডিএমকে জানালাম কই আপনার লোক? দাঁড়ালাম। তারপর এল। পরে Zee ২৪ ঘণ্টাকে তিনি জানিয়েছেন, ''লুকোচুরি খেলা নয়। তারা বিশ বছর আগের গাড়ি আনলে কি টানতে পারে? তার জন্য আমি দায়ী নাকি! তাও তো ডিএমের কথা শুনে তারাপীঠে ৪০ মিনিট দাঁড়ালাম। না হলে অনেক আগে বোলপুরে ঢুকে যেতাম।'' 


তাঁকে নজরবন্দি করা নিয়ে অনুব্রতর প্রতিক্রিয়া,''কী আর বলব? এ তো নির্বাচন কমিশন প্রতি বছর করছে, এবছরও করছে। কেন্দ্রীয় বাহিনী বরাবরই থাকে। কেন্দ্রীয় বাহিনী তো বুথে থাকে। খেলা মানেই ঝগড়া মারামারি নাকি!''


আরও পড়ুন- West Bengal Election 2021: কোভিড নেগেটিভ বা দুটি টিকা নেওয়া থাকলেই গণনাকেন্দ্রে অনুমতি প্রার্থীকে