নিজস্ব প্রতিবেদন: রড, লাঠি, বাঁশ নিয়ে Zee ২৪ ঘণ্টার সাংবাদিকের উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিস সুপার। এই এই ঘটনায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রতিক্রিয়া, 'মমতা বেগমের দুধেলবাহিনী ভাঙচুর করেছে। আমরা ভালো ভাবে চিনি।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেশপুরের (Keshpur) গুণহারা এলাকায় বুথ দখলের অভিযোগ উঠেছিল। ওই এলাকায় ছুটে গিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রীতীশরঞ্জন কোঙার। সেখানে আক্রান্ত হন তিনি। তাঁর গাড়িতে হামলা করা হয়। এরপর দুষ্কৃতীদের রোষ গিয়ে পড়ে Zee ২৪ ঘণ্টার প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যের উপরে। দা, কাঠারি, লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয় তারা। বলতে শুরু করে, 'বিজেপির হয়ে খবর করতে এসেছিস। তৃণমূলের বিরুদ্ধে খবর করবি।' হাতজোড় করে তাদের কাছে অনুরোধ করেন Zee ২৪ ঘণ্টার প্রতিনিধি। কিন্তু, কোনও কথাই কানে যায়নি দুষ্কৃতীরা। 


এরপরই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। এলাকায় নামে বিশাল বাহিনী। চলে চিরুণী তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছন Zee ২৪ ঘণ্টার প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য। জেলা পুলিস সুপার জানিয়েছেন, ৯জনকে গ্রেফতার করা হয়েছে। 


আরও পড়ুন- 'ভয়ে বসতে পারছেন না পোলিং এজেন্ট', বাড়ি থেকে বেরিয়ে বুথে রওনা মমতার