West bengal Election 2021: `বাংলায় খুনের রাজনীতি করছে তৃণমূল`, নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি
গোটা ঘটনাকে তৃণমূল যেভাবে ব্যাখ্যা করেছে তা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়েছে বলেও দাবি বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল নির্বাচন কমিশন। তাঁরা যে অভিযোগ জানায় তাতে উল্লেখ রয়েছে, দলিতদের নিয়ে করা তৃণমূল প্রার্থীর মন্তব্য অত্যন্ত অবমাননাকর । দলিতদের তৃণমূল কংগ্রেস কি মানসিকতায় দেখে এই মন্তব্য তাঁর প্রমাণ রাখে। অবিলম্বে ভারতীয় দণ্ডবিধি এবং নির্বাচনী আচরণবিধি মেনে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তাঁরা।
মূলত, শীতলকুচির ঘটনায় কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। গোটা ঘটনাকে তৃণমূল যেভাবে ব্যাখ্যা করেছে তা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়েছে বলেও দাবি বিজেপির।
নাকভি এদিন বলেন,'বাংলায় মমতার খুন খারাপির খেলায় বিঘ্ন হয়েছে। যে স্বচ্ছ ভোট হওয়ার দরকার ছিল তারই চেষ্টা করছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশিকায় স্পষ্ট লেখা রয়েছে ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক দলই সেখানে যেতে পারবে না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগছে কেন? তার মানে নিশ্চয়ই কোথাও সমস্যা হচ্ছে তাঁর'।