নিজস্ব প্রতিবেদন: গোঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। কমিশনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ে। তাতে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোঘাটের খুশিগঞ্জে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মী মধ্যে হাতাহাতি হয়। ওই হাতহাতিতে বন্দুকে বাঁট দিয়ে জনৈক বিজেপি কর্মী মাধবী আদককে মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন মাধবী। পরে তাঁর মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের মারেই মারা গিয়েছেন মাধবী। 


ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। মারামারির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। মাধবীর মৃত্যুতে জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে। তাতে বলা হয়েছে, বাইরের আঘাতের চিহ্ন মেলেনি। 


আরও পড়ুন- West Bengal Election 2021: TMC নেতার বাড়িতে ইভিএম, পঞ্চায়েতের প্রসঙ্গ তুলে Dilip বললেন,'পুরনো অভ্যাস'