নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নস্করের (Shankar Naskar) বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ করল সিপিএম (CPM)। জেলাশাসকের কাছে দু'টি ছবি-সহ অভিযোগপত্র দিয়েছে তারা। এই ঘটনায় শঙ্কর নস্করের প্রতিক্রিয়া মেলেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেলাশাসককে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, দুটি ছবি দেওয়া হল। দেখা যাচ্ছে, ভোটারদের টাকা বিলি করছেন ফলতার তৃণমূল প্রার্থী শঙ্করকুমার নস্কর (Shankar Naskar)। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। টাকা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাঁর মনোনয়ন বাতিল করা হোক।' স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের দাবি করেছে সিপিএম (CPM)। ফলতায় ৬ এপ্রিল ভোটগ্রহণ। ঘটনাটি সত্যি হলে তার আগে প্রার্থীপদ বাতিল করা হোক।


প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি। ছবির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। 


আরও পড়ুন- West Bengal Election 2021: ভোটগ্রহণের দিন সভা PM Modi-র, আইনি দিক খতিয়ে দেখছে কমিশন