নিজস্ব প্রতিবেদন: হাওড়ার উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে মিলেছে ইভিএম ও ভিভিপ্যাট। ওই ঘটনায় দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রতিক্রিয়া,'পঞ্চায়েত ভোটের সময় ব্যালটবক্স নিয়ে চলে গিয়েছিল। কোথাও পুকুরে ফেলেছিল ব্যালটবক্স। এভাবেই ভোট হত এতদিন। আমার মনে হয়, অভ্যাস পাল্টাতে সময় লাগবে।'   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি (West Bengal BJP President) বলেন,'ইভিএমের উপর বিশ্বাস নেই তৃণমূলের। সেই ইভিএমই নিয়ে বাড়িতে রেখে দিচ্ছে। টিএমসি ধরে নিয়ে হেরে গিয়েছে, তখন এদিক ওদিক গণ্ডগোল করে বদমাশি করে জেতার চেষ্টা করছে। এটা পুরনো অভ্যাস।'


রাজ্যের পুলিসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য,'উনি তো সবার ওপর বিরক্ত। আমি বলি উনি তো নিজের হাত-পা কেও বিশ্বাস করতে পারছেন না। সত্যি ওঁর পা-ই ধোঁকা দিয়ে দিল। এতদিন পুলিসকে দিয়ে সবকিছু করতেন। আজ পুলিসও বুঝতে পারছে। অপরাধ বোধ আছে ওদের। ওঁর অন্যায় বুঝতে পারছেন। নির্বাচন কমিশনে নিয়ন্ত্রণে থাকায় নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। মমতা চাইছেন ওদের ক্যাডারের মতো কাজ করবে পুলিস, সেটা তো সম্ভব নয়।'


উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তুলসিবেড়িয়ায় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ইভিএম। এরপরই তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলেন স্থানীয়রা। সেক্টর অফিসার ও বাড়ি মালিককে আটকে রেখে পুলিসে খবর দেওয়া হয়। ঘটনাচক্রে তৃণমূল নেতা গৌতম ঘোষ সেক্টর অফিসারের। সেক্টর অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।  


আরও পড়ুন- ভোটের ডিউটিতে এসে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, জুতো দিয়ে পেটানো হল সেনা জওয়ানকে