নিজস্ব প্রতিবেদন: পরনে সাদা পাঞ্জাবী। আর পাঞ্জাবীর ভিতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বন্দুকের নল! পঞ্চম দফার ভোটের দিনে এভাবেই বুথের সামনে  ঘুরতে দেখা গেল নির্দল প্রার্থীকে। আতঙ্ক ছড়াল নদিয়ার চাকদহে। অভিযুক্ত প্রার্থীকে আটক করেছে পুলিস। ঘটনার রিপোর্ট চেয়েছে কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি চলেছে রাজ্যে। দেগঙ্গার ফের গুলি চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরে যখন গুলিবিদ্ধ হলেন তৃণমূলকর্মী, তখন চাকদহে বুথের বাইরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেল খোদ নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককেই! বাড়ি থেকে বেরিয়েও ভয়ে আর বুথ অবধি যেতে পারলেন না অনেকেই! 


আরও পড়ুন: West Bengal Election 2021: শান্তিপুরে গুলিবিদ্ধ TMC কর্মী, ব্যাপক বোমাবাজি


ঘটনাটি ঠিক কী? তালতলা এলাকার ৪৪ নম্বর বুথে তখন ভোট চলছে। সাদা পাঞ্জাবী পড়ে বন্দুক হাতে হনহনিয়ে বুথের দিকে এগিয়ে যাচ্ছিলেন নির্দল প্রার্থী। বলছিলেন, রিকভারি করুন..রিকভারি করুন...!  একসময়ে আবার পাঞ্জাব ভিতর থেকে বন্দুকটি মাটিতে ফেলে দিলেন তিনি। সামনে দাঁড়িয়ে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকলেই হতবাক। শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা স্রোত।


আরও পড়ুন: west bengal election 2021: শীতলকুচির পর দেগঙ্গা, চলল গুলি! অস্বীকার করল Election Commission


ভোটের দিন বন্দুক নিয়ে বেরোলেন কেন? চাকদহ বিধাসভা নির্দল প্রার্থী কৌশিক ভৌমিকের দাবি, পিস্তল নিয়ে বেরোননি। বরং বন্দুকটি উদ্ধার করে থানা জমা দিতে যাচ্ছিলেন। সেই ফাঁকে কেউ বা কারা ছবি তুলে বিষয়টি অন্যভাবে উপস্থাপনা করতে চাইছে। সত্যিই কি তাই? বিষয়টি তদন্ত সাপেক্ষে।  ওই নির্দল প্রার্থীকে আটক করেছে পুলিস। টানটান চিত্রনাট্যের যবনিকা পড়ল ঘণ্টাকয়েক বাদে।