নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করছে আধা সামরিক বাহিনী। নন্দীগ্রামে বয়ালের বুথ থেকে বেরিয়ে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরুদ্ধে বহিরাগত এনে ভোট করানোর অভিযোগ তোলার পাশাপাশি কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,'কয়েকটা এলাকার লোকেদের ভোট দিতে দিচ্ছে না। বিজেপির প্রার্থী চূড়ান্ত অসভ্যতা করেছেন। বিভিন্ন এলাকায় গিয়ে তাণ্ডব করছে। আবু তাহেরের বাড়িতেও গিয়েছে। ৬৩টি অভিযোগ পাঠিয়েছে। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। গণতন্ত্র নিয়ে চিন্তিত। কাউকে ভোট দিতে দেয়নি। এখানে চিটিংবাজি হয়েছে। ৩ দিন ধরে অত্যাচার করেছে। এজেন্টদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে। ফাটিয়ে দেওয়া হয়েছে নাক-মুখ।'


অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'সিআইএসএফ, সিআরপিএফের জওয়ানদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি বাইরে থেকে গুন্ডাদের এনেছে। এরা সবাই বহিরাগত। বাংলা বলতে পারে না।'



নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন মমতা (Mamata Banerjee)। বলেন,'নির্বাচন কমিশন নীরব। অনেক চিঠি দিয়েছি। তারা পক্ষপাতিত্ব করছে। ভোটলুঠ করছে বিজেপি। বিজেপি ভোটে জিতবে না। তৃণমূল জিতবে নন্দীগ্রামে। নরেন্দ্র মোদী প্রতিটা নির্বাচনের দিন এসেছে সভা করছেন। এটা আদর্শ আচরণবিধির লঙ্ঘন নয়? জনতা উত্তর দেবে।' 


আরও পড়ুন- West Bengal Election 2021: '৮০% ছাপ্পা পড়েছে', লিখিত অভিযোগ করে ২ ঘণ্টা পর বুথ ছাড়লেন Mamata