নিজস্ব প্রতিবেদন: অশোকনগরে বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তেমন কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। পশ্চিম বর্ধমানে প্রচারে গিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ''আমি শুনেছি আজ অশোকনগরে গুলি চালিয়েছে সেন্ট্রাল পুলিস।''      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,''একটা-দুটো কেন্দ্রে সেন্ট্রাল পুলিসকে দিয়ে রিগিং করতে পারে। আমি তো আজও শুনেছি অশোকনগরে গুলি চালিয়েছে সেন্ট্রাল পুলিস। আমার কাছে খবর এসেছে। আমার কাছে মেসেজ এসেছে, গুলি চালিয়েছে।'' তার পরই বাহিনীর উদ্দেশে তাঁর হুঁশিয়ারি,''সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ইলেকশন করাচ্ছ! কেন্দ্রীয়বাহিনীকে বলব শান্তিতে কাজ করুন। আপনারা গুলি বা লাঠি চালালে এফআইআর করব। আমি আইনি ব্যবস্থা নেব। আজ মালদহে একটা মিটিংয়ে ভিড় বেশি হয়ে গিয়েছে। দেখি লাঠি দিয়ে পেটাচ্ছে। আমি বললাম এই বন্ধ করো। ডান্ডা চালালে সব কিছু হয় না।''


অশোকনগরে টেংরা আদর্শ শিক্ষা নিকেতনে ৭৯ নম্বর বুথের বাইরে ব্যাপক গোলমাল বাধে। কেন্দ্রীয় বাহিনী পায়ে গুলি চালায় বলে অভিযোগ। মণিরুল মণ্ডল নামে এক তৃণমূল কর্মী-সহ দুজন জখম হন। বারাসত জেলা হাসপাতালে ভর্তি তাঁরা। দুজনের পায়ে কেন্দ্রীয় বাহিনী গুলি করেছে বলে অভিযোগ তৃণমূলের। তবে অভিযোগ অস্বীকার করেছে বাহিনী। 


আরও পড়ুন- West Bengal Election 2021: আমি ক্রিকেটে লোকসভা ও রাজ্যসভায় বেস্ট প্লেয়ার হয়েছিলাম: Mamata