West Bengal Election 2021: একটা পায়ে বাংলা জয়, আর দু`টো পায়ে আগামী দিনে দিল্লি জয় করব: Mamata
`রোজ আমাকে ভ্যাঙায়, যত ভ্যাঙাবে তত জিভ ক্ষয় হয়ে যাবে,` মোদীর (Narendra Modi) নাম না নিয়ে বললেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: বাংলার পর লক্ষ্য দিল্লি। চুঁচুড়ায় বিধানসভা ভোটের (West Bengal Election 2021) জনসভায় ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। মমতা বলেন,'একটা পায়ে বাংলা জয় করব, আর দু'টো পায়ে আগামী দিনে দিল্লি জয় করব।'
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,'ইলেকশনের আগে আমার পায়ে ইচ্ছে করে চোট করে দিল। যাতে আমি ইলেকশনে বেরোতে না পারি। আমি বললাম, আরে আমার একটা পা ভাঙা তো কী হবে! মা-বোনেদের দুটো করে পা আছে। একটা পায়ে যা করে বেরাচ্ছি। একটা পায়ে বাংলা জয় করব, আর দু'টো পায়ে তো আগামী দিনে দিল্লি জয় করতে হবে। তা বিজেপিকে দিয়ে লাভ কী! গ্যাসের দাম নশো করেছে। ইলেকশনের পরে আটশো করবে।'
জনসভায় নরেন্দ্র মোদীর 'দিদি...ও দিদিইই' শব্দবন্ধ নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এনিয়ে এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,'এরা বলে বাঙালিদের বড্ড অহংকার। বাঙালির মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। রোজ আমাকে ভ্যাঙায়। যত ভ্যাঙাবে তত জিভ ক্ষয় হয়ে যাবে। ও ভ্যাঙাতে দিন। গালাগালি দিতে দিন। যা ইচ্ছা বলতে দিন। আমি তো নিজে জানি আমি কী! এই বাংলার ভাই-বোনেরা আমায় এত ভালোবাসে ওদের কথায় কেন মাইন্ড করব!
মমতা (Mamata Banerjee) আরও বলেন,'কাল দেখুন সুকমায় জওয়ানরা মারা গিয়েছে। দেশ শাসন করছে না। দিল্লিতে দাঙ্গা করে, সুকমায় লোক মারে, পুলওয়ামায় লোক মারে। শুধু বাংলা দখল করবে বলে টাকার ভাণ্ডার নিয়ে সবকটা বসে আছে। এদের পরাস্ত করে দিন।'
আরও পড়ুন- West Bengal Election 2021: লকেটকে নিয়ে নতুন করে কী বলব! ও তো সারদাদের গলার লকেট: Mamata