নিজস্ব প্রতিবেদন: কখনও রবীন্দ্র সংগীত কখনও আবার অখ্যাত বাংলা ছড়া- বঙ্গের মন জয়ে 'বাংলা ভাষা' শোনা গিয়েছে মোদীর মুখে।প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণের ত্রুটি নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাওড়ার জনসভায় তার জবাবে প্রধানমন্ত্রী (PM Modi)বলেন, 'আমার উচ্চারণে ত্রুটি থাকবে। তা সত্ত্বেও বাংলা শব্দ ও বাক্য বলি কারণ বাংলা ভাষার সম্মান করি। দিদি আপনার তো উৎসাহ দেওয়া উচিত।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নরেন্দ্র মোদীর (Narendra Modi) কথায়,'হারের হতাশায় আমাকে গালি দিচ্ছেন দিদি। বাংলার এ কোন ছবি তুলে ধরছেন দিদি! আমার উচ্চারণ নিয়েও সমস্যা হচ্ছে ওঁর।' মোদীর সংযোজন, 'প্রধানমন্ত্রী হিসেবে সাংসদ ও মুখ্যমন্ত্রীদের জন্মদিন উপলক্ষে চিঠি দিই। আগে ইংরেজিতে চিঠি লেখা হত। আমি আসার পর তাঁর মাতৃভাষায় চিঠি দেওয়ার পরম্পরা শুরু হয়। তার মানে এটা নয়, আমি সব ভাষা জানি। আমি সকলকে ভাষাকে সম্মান করি। দিদিকে বাংলা ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি, তিনি গুজরাটিতে জবাব দিয়েছেন। আমার ভালো লেগেছিল। এমন বহুভাষার দেশ বিশ্বে আর কোথাও নেই!' 


শুধু বাংলাতেই নয়, যেখানেই যান সেখানকার ভাষা বলার চেষ্টা করেন বলে দাবি করলেন মোদী (PM Modi)। তাঁর কথায়,'যেখানেই যাই, সেখানকার স্থানীয় ভাষায় কথা বলার চেষ্টা করি। কেরল গেলে মালায়লম বলার চেষ্টা করি। তামিলনাড়ুতে গেলে তামিল বলি। আমি জানি, উচ্চারণে ত্রুটি থাকবে। তা সত্ত্বেও বাংলা শব্দ ও বাক্য বলি কারণ বাংলা ভাষার সম্মান করি। দিদি আপনার তো উৎসাহ দেওয়া উচিত।'


আরও পড়ুন- West Bengal Election 2021: দিদি মুসলিমদের এক হতে বলছেন, আমরা হিন্দুদের বললে তো নোটিস চলে আসত: Modi