West Bengal Election 2021: শান্তিপুরে গুলিবিদ্ধ TMC কর্মী, ব্যাপক বোমাবাজি
ভোটের দিন অশান্ত হল শান্তিপুর। বোমাবাজির অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: শান্তিপুরে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। এলাকায় ব্যাপক বোমাবাজি। অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
ভোটের দিন অশান্ত হল শান্তিপুর। ১৭৫ নম্বর বুথে ভোট দিয়ে ফিরছিলেন এক তৃণমূল কর্মী। তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া। গুলিবিদ্ধ হন তিনি। ডানহাতে লাগে চোট। তাঁকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর স্টেট জেনারেল হাসপাতালে। ওই জায়গা ও আশাপাশের এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার দাবি করেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির সঙ্গে কোনও যোগ নেই। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী।
পাশের এলাকাতেই অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় রাজা দেবনাথ নামে এক বিজেপি কর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- West Bengal Election 2021: উনি আমায় বলেছেন তুমি শালা খুনির রাজা, অথচ আমি দু'বার দিদি বলি: Modi