নিজস্ব প্রতিবেদন: সকালে ভোট (West Bengal Election 2021) শুরুর আগেই রক্ত ঝরল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। তৃণমূল (TMC) কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। কাঠগড়ায় বিজেপি (BJP)। তবে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেশপুরের চার নম্বর অঞ্চলের দাদপুর গ্রামে তৃণমূল (TMC) কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। পেটে ছুরির কোপ দেয় তারা। রক্তাক্ত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল। সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। এই ঘটনায় ৭জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।


আরও পড়ুন- West Bengal Election 2021: নন্দীগ্রামে উদ্ধার BJP কর্মীর ঝুলন্ত দেহ, রিপোর্ট চাইল Election Commission