নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে (Nandigram) সাত সকালে ঘরের মধ্যে উদ্ধার হল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রোড শোয়ে অংশ নেওয়ার পর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন (Election Commission)।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নন্দীগ্রামের (Nandigram) ভেকুটিয়ায় উদ্ধার হল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। তাঁর নাম উদয় দুবে (Uday Dubey)। সকাল বেলায় ঘরের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্ত্রী। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরিজনদের অভিযোগ, মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে সামিল হওয়ায় তাঁকে হুমকি দিয়েছিল স্থানীয় তৃণমূল কর্মীরা।  


কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। তবে উদয় দুবের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল না। দরজা খোলাই ছিল। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। 


আরও পড়ুুন- West Bengal Election 2021: সকাল ৯টা পর্যন্ত ১৫ শতাংশের বেশি ভোটদান, টুইটে আবেদন Mamata-Modi-র