COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ওয়েব ডেস্ক: দুপুর দুটোয় মন্ত্রিসভার বৈঠক। তার আগেই বাংলা ভাষার ইস্যুকে হাতিয়ার করে পাহাড়ের রাজপথে মোর্চা। বাংলা ভাষাকে ঐচ্ছিকও করা যাবে না। এই দাবি তুলেছেন বিমল গুরুঙ্গরা। তাঁদের দাবি, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে পাশ করাতে হবে সিদ্ধান্ত। সকালে মিছিল করে গিয়ে ভানু ভবন সহ একাধিক জায়গায় ধরনায় বসছেন মোর্চা নেতারা। মোর্চার এই বিক্ষোভ কর্মসূচির জেরে মন্ত্রিসভার বৈঠকে যাতে কোনও প্রভাব না পড়ে, সে জন্য সতর্ক প্রশাসন।  বিক্ষোভে যাতে কোনও মন্ত্রী আটকে না পড়েন, সে জন্য গতকাল গভীর রাত পর্যন্ত পাহাড়ে মন্ত্রীদের নিয়ে আসা হয়। তবে এরই মধ্যে বিমল গুরুঙ্গদের হুঁশিয়ারি, বাংলা ভাষার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে না এলে অশান্ত হবে পাহাড়। আর এর জন্য দায়ী থাকবে সরকার। আরও পড়ুন- ৪৫ বছর পর দার্জিলিংয়ে মন্ত্রিসভার বৈঠক, মোর্চা এবং পাহাড়বাসীকে বার্তা দিতে সুকৌশল মুখ্যমন্ত্রীর