নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে কেন শুরু হচ্ছে না ইস্টার্ন ফ্রেইট করিডরের কাজ। জানতে শুক্রবার কেন্দ্রকে চিঠি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারের অভিযোগ, বিহারের শোননগর পর্যন্ত ফ্রেইট করিডরের কাজ শেষ হলেও তার পর আর কাজ এগোচ্ছে না রেল। যদিও প্রকল্পের অধিকাংশ জমি ইতিমধ্যে অধিগ্রহণ করেছে সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জাবের লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত ইস্টার্ন ফ্রেইট করিডর অটল বিহারী বাজপেয়ীর জমানার প্রকল্প। গোটা দেশে রেলপথে পণ্য চলাচল অবাধ করতে এই প্রকল্প নিয়েছিল তৎকালীন এনডিএ সরকার। ১,৮৩৯ কিলোমিটার দীর্ঘ করিডরের লুধিয়ানা থেকে শোননগর পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে। শোননগর থেকে ডানকুনি পর্যন্ত ৫৩৮ কিলোমিটার দীর্ঘ পথের ২০৩ কিলোমিটার থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে। এই করিডর চালি হলে উত্তর ভারতের সঙ্গে রেলপথে সরাসরি যুক্ত হবে কলকাতা। যার ফলে পণ্য ও খনিজ পরিবহন অনেক সহজ হবে। 


রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যে এই প্রকল্পের ৭০ শতাংশ জমি অধিগ্রহণ হয়েছে। তার পরেও কাজ শুরু করছে না রেল। এই নিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। এমনকী এই অংশের কাজ PPP মোডে করা নিয়েও আপত্তি সরকারের।