জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মধ্যে রাজ্য রাজ্যপাল সংঘাতে সাময়িক বিরতি। কুণালের আমন্ত্রণে সাড়া দিয়ে রামমোহন সম্মিলনীর মণ্ডপে বোস।দেবীদর্শন পুষ্পাঞ্জলিতে সৌজন্য। তৃণমূল মুখপাত্রকে পাশে বসিয়েই ফের দুর্নীতি হিংসা রোধের ডাক গভর্নরের। রাজনীতির নানান রঙ ভুলে উৎসবে মেতে রাজ্যপাল বোসও। অষ্টমীর দিন দেখা নজিরবিহীন ছবি। সমস্ত রাজনৈতিক সমীকরণ পিছনে ফেলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পুজোয় হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, J P Nadda: অসুর বিনাশে মা দুর্গার কাছে শক্তি প্রার্থনা! কলকাতার রামমন্দিরে দাঁড়িয়ে বললেন নাড্ডা


পুজোয় আবহে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ খানিকটা বদলেছে। সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন কুণাল। এবার অষ্টমীর সকালে কুণাল ঘোষের পুজো অর্থাৎ রামমোহন সম্মিলনীতে হাজির রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অষ্টমীর সকালে রাজ্যপাল সুকিয়া স্ট্রিটে হাজির হতেই কুণাল তাঁকে স্বাগত জানান। মণ্ডপে ঢুকে বেশ কিছু ক্ষণ পুজো দেখেন রাজ্যপাল। কুণালের সঙ্গে তাঁকে আলাপচারিতা করতেও দেখা গিয়েছে। 


বেলা প্রায় ১০টা নাগাদ সেখানে পৌঁছান রাজ্যপাল। বাংলার সাংবিধানিক প্রধানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। রাজ্যপালকে স্বাগত জানাতে মণ্ডপের বাইরে অপেক্ষা করছিলেন কুণাল। রাজ্যপাল গাড়ি থেকে নামার পর তাঁকে নিয়ে রামমোহন সম্মিলনীর মণ্ডপের ভিতরে ঢোকেন তৃণমূল মুখপাত্র। মণ্ডপের ভিতরের সাজসজ্জা ঘুরে দেখেন বোস। পুজোর থিম ও ভাবনার কথা রাজ্যপালকে বুঝিয়ে দিলেন কুণাল। রামমোহন সম্মিলনীর মণ্ডপে অষ্টমীর অঞ্জলিও দিলেন বোস।


এদিন কুণাল ঘোষ বলেন,  “রাজ্যপাল ঘরোয়া পুজোয় সামিল হতে চেয়েছিলেন। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসেছেন। এটা একদমই ব্যক্তিগত সম্পর্ক। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”



আরও রড়ুন, Manik Bhattacharya: সুপ্রিম কোর্টে জামিন-আর্জি খারিজ, পুজো এবার জেলেই কাটছে মানিকের


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)