নিজস্ব প্রতিবেদন- ভোট বাংলায় করোনাকে ঠেকাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। গত ২৪ ঘণ্টার যে ভয়াবহ রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর, তা নিঃসন্দেহে বলে দিচ্ছে, আর চুপ করে বসে থাকলে চলবে না। ভোটের বালাইয়ে এতদিন ব্যাক স্টেজে ছিল করোনা সংক্রমণ। যখন সব রাজ্য তটস্থ করোনাকে নিয়ে, তখন বাংলায় করোনাকে বিন্দুমাত্র তোয়াক্কা করা হয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৩৪। শহর কলকাতায় সংক্রমণ ২ হাজার পার। এই রিপোর্ট প্রকাশ করার পরই রাজ্য সরকার এগারো দফা নির্দেশিকা জারি করেছে। 


দেখে নেওয়া যাক সেই গাইডলাইন---


১) জনবহুল এলাকায় ও পরিবহণে যাত্রা করার সময় মাস্ক, স্যানিটাইজার, দুরত্ববিধি মেনে চলতে হবে। আর তা মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন।


২) বিভিন্ন অফিসে, প্রতিষ্ঠানে,  কমপ্লেক্সে, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা রয়েছে , সেখানে সপ্তাহে একবার স্যানিটাইজেশন করতে হবে। 


৩) সমস্ত বাজারগুলিকে স্যানিটাইজেশন করতে হবে। 


৪) বাজার, গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়িতেও যাত্রা করার সময় পরতে হবে মাস্ক। 


৫) দোকান, বাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠাণে, কাজের জায়গায় যেন একসঙ্গে অনেক মানুষ কাজ না করে। একসঙ্গে বেশি মানুষের ভিড় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 


৬) রাজ্য সরকারি অফিসগুলিতে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে অফিসে আনতে হবে৷ 


৭) বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ওয়ার্ক ফর্ম হোমের ব্যবস্থা করতে হবে। 


৮)কর্মস্থলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নিশ্চিত করতে হবে যাতে কর্মীরা মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন৷ 


৯) শপিং মল, মাল্টিপ্লেক্স, হোটেল, রেস্তোরাঁতে আগের মতোই প্রবেশ এবং বাইরে যাওয়ার পথে স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, থার্মাল স্ক্যানিং-এর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক৷


১০) ১০. স্টেডিয়াম এবং সুইমিং পুলগুলিতে আগের গাইডলাইনের মতো সমস্ত বিধিনিষেধ মানতে হবে৷


১১) এই সমস্ত গাইডলাইন না মানলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে৷


প্রসঙ্গত, এখনই হাল ধরতে না পারলে যে বিপদ আছড় পড়বে বাংলার উপর তা নিশ্চিত করছেন বিশেষজ্ঞরা।