নিজস্ব প্রতিবেদন: কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক ২০১৮ পরীক্ষার ফল। শুক্রবার সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান কার্যালয় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করবেন সংসদ চেয়ারপার্সন মহুয়া দাস। সংসদের ওয়েবসাইট ও অন্যান্য একাধিক ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ফল জানা যাবে এসএমএস-এও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছর ২৭ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১১ এপ্রিল শেষ হয় পরীক্ষাপর্ব। রাজ্যজুড়ে মোট ৮,২৬,৫৩৪ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন। উল্লেখযোগ্য হল এবার ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ৫৭,৫৩৪ বেশি।


মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! সাসপেন্ডেড 'দোষী' প্রধানশিক্ষক হরিদয়াল রায়


ফলাফল যাবে এই ওয়েবসাইটগুলি থেকে :


wbresults.nic.in,


www.exametc.com,


www.indiaresults.com,


www.schools9.com,


www.results.shiksha,


www.knowyourresult.com,


www.school.gradeup.co,


www.abbse.org,
www.westbengal.shiksha,


www.westbengalonline.in



এসএমএস-এও ফলাফল জানা যাবে। এসএমএস-এ ফল জানতে টাইপ করতে হবে, SMS WB 12 স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 5676750 এবং 58888 নম্বরে।