Madhyamik Result 2022: চলতি বছর মাধ্যমিকের ফলপ্রকাশ ৩ জুন
Madhyamik Result 2022: মোট ১৪টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।
নিজস্ব প্রতিবেদন : দিন ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের। চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ৩ জুন। বিবৃতি জারি করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। মোট ১৪টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।
কী কী?
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.results.siksha
www.schools9.com
www.fastresult.in
প্রভৃতি ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা হয় ৭ মার্চ থেকে ১৬ মার্চ।
আরও পড়ুন, Arjun Singh: 'দাদা যেদিকে, আমরাও সেদিকে!' অর্জুন ঘাসফুলে, দু'ভাগ শ্যামনগরের শহিদ পরিবারও