নিজস্ব প্রতিবেদন : দিন ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের। চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে ৩ জুন। বিবৃতি জারি করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।সকাল ৯টা ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি। তারপর সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। মোট ১৪টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী কী?


www.wbbse.wb.gov.in


http://wbresults.nic.in


www.exametc.com


www.indiaresults.com


www.results.siksha


www.schools9.com


www.fastresult.in


প্রভৃতি ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা হয় ৭ মার্চ থেকে ১৬ মার্চ।


আরও পড়ুন, Arjun Singh: 'দাদা যেদিকে, আমরাও সেদিকে!' অর্জুন ঘাসফুলে, দু'ভাগ শ্যামনগরের শহিদ পরিবারও


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)