নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত নির্বাচনে চার রাজ্য থেকে পুলিস আসছে বাংলা। নবান্ন সূত্রে খবর, চার রাজ্য থেকে মোট ২০০০ সশস্ত্র পুলিস আনা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, সিকিম- এই চার রাজ্য থেকে সশস্ত্র পুলিস আনা হবে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবারের পঞ্চায়েত নির্বাচনে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে ৭১৫০০। ভিনরাজ্যের সশস্ত্র পুলিস থাকবে ১৮০০।  ইন্সপেক্টর থাকবেন ৫০০। এসআই, এএসআই ১০০০০, কনস্টেবল, হোমগার্ড, এনভিএফ ৬১০০০। সিভিক ভলেন্টিয়ার ৮০০০০। প্রতি বুথে ১ সশস্ত্র পুলিস এবং ১ লাঠিধারী।


 সশস্ত্র নিরাপত্তারক্ষী  ৭১৫০০
ভিনরাজ্যের সশস্ত্র পুলিস ১৮০০
এসআই, এএসআই

১০০০০

কনস্টেবল, হোমগার্ড, এনভিএফ ৬১০০০
সিভিক ভলেন্টিয়ার  ৮০০০০
 সশস্ত্র পুলিস  প্রতি বুথে ১
 লাঠিধারী   প্রতি বুথে ১

এবারের পঞ্চায়েত নির্বাচনে একটিমাত্র বিষয়ই ইস্যু হয়ে উঠেছিল, যা হল নিরাপত্তা। তিন দিনের ভোট ১ দিনে হওয়ায় বিরোধীরা ভোটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে বৃহ্স্পতিবারই হাইকোর্ট স্পষ্ট করে, নিরাপত্তা সুনিশ্চিত করে নির্বাচন কমিশন যে কোনও দিন ভোট করাতে পারে। সেক্ষেত্রে কমিশন গতকালই আদালতে জানিয়ে দেয় যে, রাজ্যের নিরাপত্তায় তারা সন্তুষ্ট। হাইকোর্টের রায়ের পর বিকালে ফের কমিশন ১৪ মে নির্বাচনের কথা ঘোষণা করে।