নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনে অশান্তির প্রতিবাদে সোচ্চার বিজেপি ও কংগ্রেস। নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। কলকাতায় রাস্তা অবরোধের ডাক দেয় বিজেপিও। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপালকে রিপোর্ট দেওয়া হবে বলেও ঘোষণা করেছে বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভোটে রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। ঘটনার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পুলিসের সঙ্গে বেশ কিছুটা ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। 


অন্যদিকে, একই কারণে কলকাতার এমজি রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করার ডাক দিল বিজেপি। রাজ্যের ভোট সংক্রান্ত তথ্য দিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যপালকে রিপোর্ট দেবে বিজেপি।