নিজস্ব প্রতিবেদন: বীরভূম দখলের পথে তৃণমূল কংগ্রেস।  তৃণমূলের বীরভূম জেলা পরিষদ দখল মাত্র সময়ের অপেক্ষা। সরকারিভাবে ঘোষণা না হলেও মনোনয়ন শেষ হওয়ার আগেই জেলা পরিষদ দখল করছে তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূম দখলের পথে তৃণমূল!


একনজরে দেখে নিন বীরভূমের পরিস্থিতি...


আরও পড়ুন: ‘ট্যাবলেট খাইয়ে’ বীরভূম দখল অনুব্রত মণ্ডলের


  • সূত্রের খবর, জেলা পরিষদের ৪২ টি-র মধ্যে ৪১ টি-তেই কোনও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না।  রাজনগর জেলা পরিষদে বিজেপি প্রার্থী হয়েছেন নীতা রায়।

  •  ১৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টি কার্যত তৃণমূলের দখলে।

  •   নলহাটি ১, ময়ূরেশ্বর ১ ও ২, মহম্মদবাজার, রাজনগর- এই ৫টি পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হবে।

  • ২০২৪৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সিপিএম ২৮৫ টিতে প্রার্থী দিতে পেরেছে বলে সূত্রের খবর। বিজেপি প্রার্থী দিতে পেরেছে প্রায় ৪৮০ টিতে। জানা যাচ্ছে, প্রায় ৭০ শতাংশ গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূলের দখলে।