নিজস্ব প্রতিবেদন: একদিনের তফাতে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া ঘিরে দুটো ভিন্ন চিত্র দেখল উত্তর ২৪ পরগনার আমডাঙা। সোমবার বোমাবাজি, বহিরাগতদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। আমডাঙার পাঁচপোতায় ভোটের বলি হয়েছিলেন ১ সিপিএম কর্মী। কিন্তু বুধবার পুনর্নির্বাচনের দিন একেবারেই ভিন্ন চিত্র ধরা পড়ল আমডাঙায়। পুলিসি তত্পরতায় এদিন রীতিমত শান্তিপূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বহিরাগতদের ঠেকাতে এদিন সকাল থেকেই পুলিসের তত্পরতা দেখা গিয়েছে। অতিরিক্ত পুলিস সুপার অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে অভিযান। অপরিচিত, সন্দেহজনক মনে হলেই চলছে জিজ্ঞাসাবাদ। এলাকায় বাইকের পিছনে ধাওয়া করতেও দেখা যায় পুলিসকে। বহিরাগত সন্দেহে কাঁচরাপাড়া থেকে আসা ৩ জনকে এদিন আটক করেছে পুলিস। সব মিলিয়ে পুনর্নির্বাচনে শান্তিতেই ভোট দিচ্ছেন গ্রামবাসীরা। 


আরও পড়ুন: ভোট পরবর্তী অশান্তি: মগরাহাটে এলোপাথাড়ি গুলিতে আহত ৬, আক্রান্ত পুলিস


অন্যদিকে, পুলিসের দাবাং রূপ চোখে পড়ে উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও। এই এলাকার ৪৮, ৪৯, ২১১ নম্বর বুথে ছিল পুনর্নির্বাচন। বুথের সামনে বহিরাগতদের জমায়েত থাকলেই, তা এদিন হঠিয়ে দিয়েছে পুলিস। 


উত্তরবঙ্গের দিনহাটাতেও পুলিসের তাড়া খেয়ে অস্ত্র ফেলে ছুটতে দেখা যায় দুষ্কৃতীদের। সেই ছবি ধরা পড়ল জি ২৪ ঘণ্টার ক্যামেরায়। এদিন গীতালদহের হরিরহাচ বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এখানে পুলিসকে দেখেই ছুট লাগায় দুষ্কৃতীরা। কিছুদূর গিয়ে অস্ত্র ফেলেই ছুট দেয় তারা।