নিজস্ব প্রতিবেদন : রাজ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে, সোমবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত ভোটে অশান্তির কারণে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি, এদিন বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে পুলিসও। মালদার রতুয়া, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, পুরুলিয়ার বাঘমুন্ডি, কোচবিহারের দিনহাটায় পুলিস আক্রান্ত হওয়ার খবর মিলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রতুয়া-
মালদার রতুয়ায় দুষ্কৃতীদের ছোড়া ইটে মাথা ফাটে রতুয়া থানার ওসি দেবু চক্রবর্তীর। রতুয়ার বাঁকড়াবাঁধ এলাকায় ভোটবাক্স পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিসবাহিনী। সেইসময়ই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন দেবু চক্রবর্তী।



বাসন্তী-
ব্যালট বাক্স ছিনতাইয়ে বাধা দিয়ে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে আক্রান্ত হন বিধাননগর কমিশনারেটের এক কনস্টেবল। ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে যায় জয়ন্ত নস্কর নামে ওই কনস্টেবলের। জানা গেছে, বাসন্তী থানার মহেশপুর স্কুলের একটি বুথে ব্যালটবাক্স ছিনতাইয়ে চেষ্টা হলে পুলিস বাধা দেয়। তখনই পুলিসের উপর হামলা করে দুষ্কৃতীরা। রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে জয়ন্ত নস্করের হাতেও গভীর ক্ষত হয়েছে।



বাঘমুণ্ডি-
পুরুলিয়ার বাঘমুন্ডিতে পুলিসকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর ভাইকে পুলিস গ্রেফতার করেছে, এই অভিযোগে পুলিসের উপর চড়াও হয় একদল বিজেপি কর্মী। মারতে মারতে বুথের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় এক পুলিসকর্মীকে। তারপর বুথের দরজা খুলে শুরু হয় ইট ও পাথরবৃষ্টি। পরে বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ঘটনাটি বাঘমুন্ডির ধানুডি হাইস্কুলের।



দিনহাটা-
কোচবিহারের দিনহাটার মুন্সিরহাটে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষের জেরে জখম হন এক পুলিসকর্মী। বোমাবাজিতে জখম হন রাজ্য পুলিসের এক কর্মী। আরও পড়ুন, ভোট শান্তিপূর্ণ, প্রাণ হারিয়েছেন ৬ জন তৃণমূল কর্মী, দাবি পার্থর