মনোজ মণ্ডল: পঞ্চায়েত নির্বাচনের আগে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ উঠল বারাসত ব্লক ওয়ানে। "তৃণমূল পাটি  থেকে বলেছে তাই ভোট দিতে এসেছি।" পোস্টাল ব্যালট দিতে এসে ধরা পড়ে স্বীকারোক্তি এক ব্যক্তির। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চায়েত নির্বাচনের আগে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ উঠল বারাসত ব্লক ওয়ানে। সরকারি কর্মচারীদের পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, খালাসি ও ভিডিওগ্রাফাররা। এদিন সকাল থেকে বারাসত ব্লক ওয়ানে পোস্টাল ব্যালট নেওয়ার কাজ শুরু হয়। তখনই দেখা যায় যে এমন অনেক মানুষ আসছেন, যারা নির্বাচন কমিশনের কোনও স্লিপ ছাড়াই ভোটার কার্ড নিয়ে এসে ভোট  দিয়ে চলে যাচ্ছেন।


২৭ নম্বর জেলা পরিষদের প্রার্থী সিপিআইএমের হাবিব আলি একথা জানতে পেরে এরকম তিন-চার জনকে আটকে দেন। ধরা পড়ার পরই তাঁরা বলছেন, পাড়া থেকে তাদেরকে ভোট দিতে পাঠিয়েছে! যদিও ব্লক ওয়ানের বিডিও সৌগত পাত্র দাবি করেছেন, এরকম কোনও ঘটনা ঘটেনি। গাড়ির মালিকের অথরাইজ লেটার নিয়ে যাঁরা আসছেন, তাঁরাই ভোট দিচ্ছেন। অনেক সময়  ড্রাইভার বা খালাসি পরিবর্তন হলে নতুন কাগজ তৈরি করতে হয়।


আরও পড়ুন, Madan Mitra: 'রাজ্যপাল হরিদাস পালের চেয়েও অধম, ১১ তারিখ টিকিট কাটুন'



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)