জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেলার সবচেয়ে প্রবীণ ভোটার তিনি-ই। ১০৪ বছর বয়সে কাঁকসার সরস্বতীগঞ্জে নির্বিঘ্নে ভোট দিলেন পশ্চিম বর্ধমান জেলার সবচেয়ে প্রবীণ ভোটার। তাঁকে ভোটের লাইনে দাঁড়াতে হল না। ভোটকেন্দ্রে পৌঁছনো মাত্রই ভোটাররা সবার প্রথমে জায়গা করে দেন ১০৪ বছরের প্রবীণ হারাধন সাহাকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেলার সবচেয়ে প্রবীণ নাগরিক হারাধন সাহা। তিনি এবারেও ভোট দিলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে। নাতির সাথে টোটোতে চড়ে এসে সরস্বতীগঞ্জের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন হারাধনবাবু। তারপর ভোট দান করে বাড়ি ফিরে যান। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত যতগুলি নির্বাচন সম্পন্ন হয়েছে, সব নির্বাচনেই অংশ নিয়েছেন হারাধন সাহা। আগে কাঁকসার বাসিন্দা হারাধন সাহাদের গরুর গাড়িতে চড়ে ভোট দিতে যেতে হত ফরিদপুর ব্লকে। এখন সেই ছবিটা বদলেছে। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন নাগরিক হারাধনবাবু। 


এমনকি বয়স ১০৪ বছর হলেও, প্রবীণ হারাধনবাবু এখনও পর্যন্ত নিজের সমস্ত কাজ নিজে করতে পারেন। তাঁর সন্তান প্রয়াত শিবু সাহা একসময় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির হয়ে বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯১৯ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন হারাধনবাবু। পশ্চিম বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য সবচেয়ে প্রবীণ নাগরিক তিনি-ই। তবে বয়সের ভারে নুইয়ে পড়েননি তিনি। বয়সকে বাধা হয়ে দাঁড়াতে দেননি হারাধনবাবু। সামিল হয়েছেন গণতান্ত্রিক উৎসবে। 


হারাধনবাবু নিজে জানিয়েছেন, স্বাধীনতার পর এমন কোনও নির্বাচন নেই, যে নির্বাচনে তিনি ভোটদান করেননি। আজও বেশ কিছু শারীরিক বাধা সত্ত্বেও তিনি ভোট দিতে আসেন। হাতে বেতের লাঠি ধরা, নাতিকে নিয়ে আসেন ভোট দিতে। সরস্বতীগঞ্জের বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর উচ্ছ্বসিত হারাধন সাহা।


আরও পড়ুন, WB Panchayat Election 2023: ছাপ্পার প্রতিবাদ... গঙ্গারামপুরে ভোটারকে 'কামড়' তৃণমূল প্রার্থীর!


WB Panchayat Poll Vilolence Live Updates: পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুমিছিল বাংলায়, ভোটের বলি ১৪!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)