তৃণমূল-বিজেপি আঁতাঁতেই কমছে কংগ্রেস, দাবি মৌসমের
মালদহে `সেকেন্ড বয়`ও হতে পারল না কংগ্রেস। মুর্শিদাবাদে দুই অঙ্কে পৌঁছতে পারল না তারা।
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণবঙ্গে কংগ্রেস কার্যত সাইনবোর্ডে পরিণত হলেও উত্তরবঙ্গে একনও কিছুটা দাপট অব্যাহত। প্রবল বাম জমানাতেও মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় একছত্র রাজ্যপাট চালাত তারা। সেই মুর্শিদাবাদেই এবার কংগ্রেসের কপালে সাকুল্যে জুটেছে দুটি আসন। অন্যদিকে মালদহে 'সেকেন্ড বয়'ও হতে পারল না কংগ্রেস, বরং তাদের পরিসর দখল করল গেরুয়া শিবির। এরপরই মালদহ জেলায় কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূরের দাবি, তৃণমূল-বিজেপি আঁতাঁত করে কংগ্রেসকে নিশানা করেছে। সে জন্য দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি।
রাজ্যজুড়ে কংগ্রেসের খারাপ ফল নিয়ে আত্মপর্যালোচনা দরকার বলেও মনে করেন মৌসম বেনজির নূর। তাঁর কথায়, ''কংগ্রেসের খারাপ ফল নিয়ে অবশ্যই ভেবে দেখতে হবে। তবে এটাও সত্যি, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। সবাই দেখেছেন, ভোটে কী হয়েছে! কেন্দ্রীয়বাহিনীর তত্ত্বাবধানে ভোটগ্রহণ হলে ফল এমনটা হত না। মালদহে কংগ্রেসকে নিশানা করেছে তৃণমূল। আমাদের কর্মীদের মারধর করেছে ওরা।''
কিন্তু মালদহের মতো জেলায় কীভাবে দ্বিতীয় হল বিজেপি? মৌসমের দাবি, ''তৃণমূল ও বিজেপি আঁতাঁত করে কংগ্রেসকে টার্গেট করছে। ওরাই একজোট হয়ে কংগ্রেসকে হারাচ্ছে।'' লোকসভায় ইতিবাচক ফল হবে বলেও আশাবাদী মালদহে কংগ্রেসের সভানেত্রী।
আরও পড়ুন- ঘাসফুলের দাপটে 'গড়হারা' অধীর, মালদহে কংগ্রেসকে সরিয়ে দু'নম্বরে বিজেপি