নিজস্ব প্রতিবেদন: একটা সময়ে মুর্শিদাবাদের মুকুটহীন সম্রাট ছিলেন অধীর চৌধুরী। সেই অধীরগড়েই আজ দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কংগ্রেসকে। ঘাসফুলের দাপটে কার্যত নিশ্চিহ্ন অধীরের দল। গ্রামপঞ্চায়েতে এখনও পর্যন্ত মাত্র ২টি আসন পেয়েছে কংগ্রেস। সেখানে তৃণমূলের ঝুলিতে ৩০৫৯টি আসন। মালদহে আবার বিজেপির চেয়ে পিছিয়ে পড়েছে কংগ্রেস।ওই জেলায় তৃণমূল পেয়েছে ৩৩৯টি আসন। কংগ্রেসের আসন সংখ্যা ১০০। ১৪৬টি আসন পেয়ে দুনম্বরে উঠে এসেছে বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছর দুই আগেই অধীরগড়ে অভিযান চালিয়েছিলেন জেলার তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তারপর জেলাপরিষদ থেকে পুরসভা- সবই চলে যায় তৃণমূলের দখলে। কংগ্রেস ছেড়ে একে একে তৃণমূলে নাম লেখান অধীর ঘনিষ্ঠরা। পঞ্চায়েত নির্বাচনের এই ফল অধীরের জন্য অশনিসংকেতও বয়ে আনছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বহরম কি ধরে রাখতে পারবেন অধীর চৌধুরী? বর্তমান পরিস্থিতিতে অতিবড় অধীর সমর্থকও প্রদেশ কংগ্রেস সভাপতির জয়ের আশা দেখছেন না বলে মত রাজনৈতিক মহলের একাংশের।  


মালদহেও কংগ্রেসের দীর্ঘদিনের গড় টলমল। সেখানে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে প্রধান বিরোধী হিসেবে উত্থান হয়েছে বিজেপির।


আরও পড়ুন- সূবর্ণরেখার পাড়ে বিজেপি-তৃণমূল সমানে-সমানে টক্কর