ওয়েব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের হচ্ছে প্রাথমিক টেট। শুক্রবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৯ অক্টোবর সোমবার বেলা ১২টায় প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষে পরীক্ষার দিনতারিখ ঘোষণা করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন পার্থবাবু জানান, চলতি বছরেই ফের হবে প্রাথমিকে নিয়োগের টেট। তবে এবার পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র প্রশিক্ষিত প্রার্থীরা। উচ্চ মাধ্যমিকে থাকতে হবে অন্তত ৫০ শতাংশ নম্বর। পরীক্ষার জন্য আবেদন করা যাবে অনলাইনেও। 



তবে এবার শূন্যপদের সংখ্যা ঠিক কত তা নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংরক্ষিত প্রার্থীদের জন্য ফর্মের দাম ২৫ টাকা ও অসংরক্ষিত প্রার্থীদের জন্য ফর্মের দাম ১০০ টাকাই থাকছে।