ওয়েব ডেস্ক :  এ বছর প্রাথমিকের টেটের জন্য মঙ্গলবার থেকে করা যাবে আবেদন। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, ২৯ তারিখ পর্যন্ত অনলাইনে ওই আবেদন করা যাবে। পাশাপাশি, আবেদন জমা নেওয়ার পরে পরীক্ষার দিন ঘোষণা করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, www.wbbpe.org এবং www.wbsed.gov.in এই দুটি ওয়েবসাইটে লগ ইন করেই অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে।  NCTE-র নিয়ম অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০% নম্বর পেলে তবেই প্রাথমিকের টেটের জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। কিন্তু, প্রশিক্ষণপ্রাপ্ত না হলে এবার আর প্রাথমিকের টেটের জন্য আবেদন করা যাবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি সংরক্ষিত প্রার্থীদের প্রশিক্ষণ থাকলে বারো ক্লাসের পরীক্ষায় ৪৫% নম্বর পেলেই চলবে। সেই সঙ্গে কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রেও নম্বরে ৫% ছাড় মিলবে। 


সংসদের তরফে আরও জানা যাচ্ছে, পরীক্ষার ফি হিসেবে সাধারণ প্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত প্রার্থীদের ২৫ টাকা করে জমা দিতে হবে।  অনলাইনেই ওই টাকা জমা দেওয়া যাবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।