নিজস্ব প্রতিবেদন: রাজ্য জয়েন্ট পরীক্ষার দিন ঘোষণা। ১১ জুলাই এবছরের রাজ্যের জয়েন্ট পরীক্ষা। কোভিড বিধি মেনেই হবে পরীক্ষা। রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হবে এদিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ভর্তি করতে পারবেন পরীক্ষার্থীরা। যখন রাজ্যে স্কুল খোলার পরিকল্পনা করা হচ্ছে। তখন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ২০২১ সালে পরীক্ষার সময়সূচী জানিয়ে দিল। 


প্রসঙ্গত, স্কুল খুলছে। শুরু হয়েছে তার প্রস্তুতিও। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ধুলো-ময়লা তো জমেছেই। সঙ্গে মাথায় রাখতে হচ্ছে কোভিড বিধিও। তাই ঘোষণা মাত্রই তড়িঘড়ি স্কুল স্যানিটাইজেশনের কাজ শুরু করে দিল স্কুল কর্তৃপক্ষগুলি। কোভিড বিধি মাথায় রেখে স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে।  আর এই সময়ই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষমা করল বোর্ড।