রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। বৈশাখ গেলেও বিরাম নেই কালবৈশখির। রবিবার সকালে পূর্ব বর্ধমান ও নদিয়ার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। বৈশাখ গেলেও বিরাম নেই কালবৈশখির। রবিবার সকালে পূর্ব বর্ধমান ও নদিয়ার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে কালবৈশাখির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড়বৃষ্টি হতে দক্ষিণের অন্য জেলাগুলিতেও।
রবিবার সকালে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের ২ জেলায়। বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান ও সংলগ্ন নদিয়ায়। বৃষ্টি হয়েছে রায়না, কালনা, কাটোয়া ও শান্তিপুরে।
চলতি মরসুমে দক্ষিণবঙ্গে আছড়ে পড়েছে একের পর এক কালবৈশাখি। ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। হয়েছে প্রাণহানিও। তীব্রতা কমলেও এখনো নিস্তার নেই দুর্যোগ থেকে। তবে তাপমাত্রা যে মাত্রা ছাড়াচ্ছে না এই স্বস্তিই সম্বল।
থ্যালাসেমিয়া রুখতে আয়ুর্বেদিক চিকিত্সা, পায়ু দিয়ে ঢোকানো হবে ছাগলের রক্ত
বলে রাখি, গত রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুমুল ঝড়বৃষ্টি হয়েছিল।