অয়ন ঘোষাল: বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। তার ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে এই নিম্ন চাপের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Anubrata Mandal: কেষ্ট গড়ে মহা সমস্যায় তৃণমূল! অনুব্রতর ছবি লাগাতেই 'নোংরামি'র বিস্ফোরক অভিযোগ মন্ত্রীর...


নিম্নচাপের কারণে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কবার্তা। পর্যটকদের আবহাওয়া দফতরের সতর্কবার্তা দেখার অনুরোধ। ভারী থেকে অতিভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সর্তকতা। নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে এদিন থেকেই বৃষ্টি শুরু। সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্যেও। দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে তাই ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।


তবে বাংলা তো বটেই ভারতের কোনো উপকূলে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা থাকছে না বলেই এখনও পর্যন্ত দাবি। এটি শ্রীলঙ্কায় ল্যান্ডফল করতে পারে বলে কোনো কোনো আবহাওয়া মডেল দাবি করছে। ২৭ নভেম্বর এটির ল্যান্ডফলের কথাও বলেছে কিছু আন্তর্জাতিক মডেল। এদিকে দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ায় মনোরম পরিবেশ। পারদে সামান্য উত্থান ঘটলেও শীতের আমেজে ছেদ পড়বে না। পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ বা তার নীচে থাকবে পারদ। গাঙ্গেয় বঙ্গে পারদ ঘোরাফেরা করবে ১৮ থেকে ২০-র মধ্যে।


আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। শীতের আমেজ বজায় থাকবে। কয়েক জেলায় সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। কলকাতাতে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আজ বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ হলেও রাতের দিকে পরিষ্কার আকাশ হয়ে যাবে। সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা হতে পারে।



আরও পড়ুন, Jaynagarer Moa: শীত আসেনি, তাই মিলছে না নলেন গুড়! কনকচূড়ের খই-ই বা কই? এবারে কি মোয়ার দাম বাড়বে?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)