অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু আবহাওয়ার ভোল বদল। ক্রমশ কমবে বৃষ্টি। ৭২ ঘন্টায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। উত্তরে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে ৬ই আগস্ট রবিবার। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরখপুর, পাটনা, শ্রীনিকেতন ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ইছাপুরে ভরা বাজারে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী


কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে পাসিং শাওয়ার বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গভীর নিম্নচাপ সরে গেলেও তার ছেড়ে যাওয়া জলীয় বাষ্প অস্বস্তি বাড়াবে দক্ষিণবঙ্গে। আর্দ্রতা থাকবে ৯০ শতাংশের কোঠায়। ফলে বাড়বে ঘর্মাক্ত পরিস্থিতি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। শনিবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা।


উত্তরে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং কোচবিহার জেলাতে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যু- সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুর জেলায়।


গভীর নিম্নচাপ দুর্বল হয়ে সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার ভোল বদল হয়ে কমবে বৃষ্টি। আগামী ৭২ ঘণ্টায় ৭ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দুই-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।



আরও পড়ুন, Indo Bangla Bus service: কলকাতা থেকে বাসে চেপেই এবার সোজা ঢাকা!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)