Weather Today: ক্রমশই গরম বাড়ছে কলকাতায়, আর্দ্রতার বাড়বাড়ন্তের মাঝেই স্বস্তির পূর্বাভাস
গরমের অস্বস্তিতে নাজেহাল শহর থেকে গ্রাম। তাপমাত্রা দিন দিন আরও বাড়বে বলে সম্ভাবনা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বৈশাখের আগেই চাঁদিফাটা গরম রাজ্যে। গরমের অস্বস্তিতে নাজেহাল শহর থেকে গ্রাম। তাপমাত্রা দিন দিন আরও বাড়বে বলে সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে এর মাঝে কিছুটা স্বস্তির পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি নিম্নচাপ অক্ষরেখার জন্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ৪ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর পরে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে।
আগামী পাঁচ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সব হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে খবর৷
আজ শহর ও শহরতলির আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ২২ শতাংশ।